• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

  • নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ নভেম্বর ২০১৯

“আসুন পরিবারকে ডায়াবেটিস মুক্ত রাখি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের মতো চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় নাচোল ডায়াবেটিক সমিতি থেকে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাচেল উপজেলা প্রশাসান ও নাচোল সরকারী কলেজের সহযোগিতায় উপজেলা স্কুলের সহকারি শিক্ষক মজিদুল হকের সঞ্চালনায় ডায়াবেটিস সমিতির সভাপতি আব্দুস সাত্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল সরকারি কলেজের(অধ্যক্ষ) হাফিজুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মজিদুল হক ও সাবেক উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার মতিউর রহমান।

এসময় বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। নাচোল ডায়াবেটিস সমিতির সভাপতি আব্দুস সাত্তার জানান বিশ্ব ডায়াবেটিস দিবসে শতাধীক রোগিকে ফ্রি চিকিৎসা দেয়া হয়েছে এবং শুক্রবার তালিকাভূক্ত দেড় শতাধিক রোগিকে ফ্রি চিকিৎসা দেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads