• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
মহাদেবপুরে চিনি আতপ ধান ক্ষেতে বিষাক্ত কীটনাশক, লাখ টাকার ক্ষতি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মহাদেবপুরে চিনি আতপ ধান ক্ষেতে বিষাক্ত কীটনাশক, লাখ টাকার ক্ষতি

  • মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ নভেম্বর ২০১৯

নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের রহট্রা গ্রামের রফিকুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের সাড়ে পাঁচ বিঘা জমির চিনি আতপ ধানক্ষেতে রাতের আঁধারে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করেছে দর্বৃত্তরা। এতে তার জমির ধানগাছ পুড়ে লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে রাতের অন্ধকারে জমিতে আগাছানাশক দেয়ায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীরা এখন রাত জেগে ক্ষেত পাহারা দিচ্ছে।

রফিকুল ইসলাম জানান, জমিতে হালচাষ, সার, কীটনাশক, সেচসহ সব কিছুর টাকা এনেছে এনজিও থেকে ঋণের মাধ্যমে। ধান বিক্রি করে এনজিওর ঋণ পরিশোধ করে বাকি ধানে বছরের যে কয়েক মাস যায় ছেলে সন্তান নিয়ে দু’বেলা খেয়ে বাঁচবে। কিন্তু দূর্বৃত্তরা রাতের আঁধারে সব শেষ করে দিলো।

তিনি জানান, পূর্ব বিরোধের জের ধরে মাঠের ধান পুড়িয়ে দেয়া হয়েছে উল্লেখ করে গত ১৬ নভেম্বর শনিবার ক্ষতিগ্রস্ত কৃষক রফিকুল ইসলাম বাদি হয়ে মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার অরুণ চন্দ্র রায় জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শণ করেছেন । সাড়ে পাঁচ বিঘা জমির চিনি আতপ ধান ক্ষেতে  আগাছানাশক কীটনাশক প্রয়োগ করার ফলে লাখ টাকার ক্ষয়ক্ষতি  হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads