• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
সরকারী চাল ভিন্ন প্যাকেটে বাজারজাত

ভোলা সদরের বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়ে সরকারী চাল ভিন্ন প্যাকেটে বাজারজাত করার জন্য প্রস্তুতের সময় জব্দকৃত চাল

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সরকারী চাল ভিন্ন প্যাকেটে বাজারজাত

# মিল সিলগালা # কারাদণ্ড ও জরিমানা

  • ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ নভেম্বর ২০১৯

ভোলায় বিসিক শিল্প নগরীতে খান ব্রাদার্স নামের মিলে খাদ্য মন্ত্রণালয়ের ৩২শ বস্তা সরকারী চাল অবৈধভাবে নুরজাহান ব্র্যান্ডের নতুন প্যাকেটজাত করার সময় জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার (১৮ নভেম্বর) দুপুরে ভোলা সদরের বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়ে ভোলা সদর সহকারি কমিশনার ভুমি কাউছার হোসেন চালগুলো জব্দ করেন।

এসময় মিলটিকে সিলগালা করেন এবং ম্যানেজার মো: মোতালেবকে ৬ মাসের বিনাশ্রশ কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড সহ উভয় দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মোতালেব পৌরসভার ৭ নং ওয়ার্ডের মোজাফর সিকদারের ছেলে।

ভোলা সদর সহকারি কমিশনার ভুমি কাউছার হোসেন এ খবর নিশ্চিত করে বলেন, খান ব্রাদার্স মিলে প্রায় ১০৩ মেট্রিক চাল এর মধ্যে ৯৪ মেট্রিকটন প্রায় ৩২শ বস্তা চাল খাদ্য মন্ত্রণালয়ের সরকারী চাল। তারা র্দীঘ দিন ধরে বিভিন্ন চালের সাথে সরকারী চাল মিশিয়ে অবৈধভাবে নুরজাহান ব্র্যান্ডের প্যাকেট করে বাজারজাত করার অভিযোগের প্রমাণ মিলেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads