• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
রাঙামাটিতে জেএসএসের দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৩

রাঙামাটিতে ২ গ্রুপের গোলাগুলি

প্রতীকী ছবি

সারা দেশ

রাঙামাটিতে জেএসএসের দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৩

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ নভেম্বর ২০১৯

রাঙামাটির রাজস্থলী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় মগ পার্টি ও আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মগ পার্টির ৩ জন নিহত হয়েছে।

আজ সোমবার সন্ধ্যার দিকে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ৫ নম্বর রাবার বাগানের ভানুমুড়া মারমা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভানুমুড়া মারমা পাড়া এলাকায় সন্ধ্যা ৬টার দিকে মগ পার্টির (আরাকান লিবারেশন পার্টি থেকে দলছুট) সঙ্গে জেএসএস কর্মীদের প্রায় দেড় ঘণ্টা সংঘর্ষ ও গোলাগোলির ঘটনা ঘটে। এতে মগ পার্টির তিনজন নিহত হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল অভিমুখে রওনা হয়েছেন।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মেদ খান জানান, দু'দলের মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ ফোর্স পৌঁছাতে দেরি হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads