• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
সখীপুরে সড়কে নিন্মমানের ইট ব্যবহার করায় সংস্কার কাজ বন্ধ করল এলাকাবাসী

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সখীপুরে সড়কে নিন্মমানের ইট ব্যবহার করায় সংস্কার কাজ বন্ধ করল এলাকাবাসী

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ নভেম্বর ২০১৯

টাঙ্গাইলের সখীপুরে নিন্মমানের ইট ব্যবহার করার অভিযোগে কচুয়া-আড়াইপাড়া সড়কের সংস্কার কাজ বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। সোমবার বিকেলে ওই সড়কে চলাচলকারী স্থানীয় জনসাধারণ সংস্কার কাজ বন্ধ করে দেন। এলজিইডির উপজেলা প্রকৌশলী আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।

 জানা যায়, ১ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে উপজেলার কচুয়া থেকে আড়াইপাড়া বাজার পর্যন্ত ২ কিলো ৯০০ মিটার সড়কের সংস্কার কাজ পায় মেসার্স রহমান কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান। গত ৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে কচুয়া বাজার থেকে ৩২০ মিটার ইটের সলিং (এইচবিবি) ও বাকি ২৫৮০ মিটার কার্পেটিংয়ের কাজ শুরু হয়। সোমবার ওই সড়কে কাজ করার জন্য নিম্নমানের দুই ট্রাক ইট আনা হয়। ওই ইট দিয়ে কাজ শুরু হওয়ার খবরে কচুয়া বাজার বণিক সমিতি ও স্থানীয়রা সংস্কার কাজ বন্ধ করে দেন। পরে এলজিইডি’র প্রকৌশলী ঘটনাস্থলে গিয়ে নিম্নমানের ইট দিয়ে কাজ করার সত্যতা পান।

কচুয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল আলীম বলেন, প্রথমে কিছু ভাল ইট দিয়ে কাজ শুরু হয়। পরে নিম্নমানের ইট দিয়ে কাজ করতে দেখে আমরা ঠিকাদারকে কাজ বন্ধ রাখাতে বলি।

ওই সড়কের নির্মাণ কাজ দেখভালের দায়িত্বে থাকা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আবদুল জলিল বলেন, আমি ঢাকায় প্রশিক্ষণে রয়েছি। আমি উপস্থিত থাকলে নিম্নমানের ইট ব্যবহার করতে পারত না। আমার কাজটি গ্রামবাসী করায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

এলজিইডির উপজেলা প্রকৌশলী আহসান হাবীব বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিকাদারের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে ঠিকাদার নজরুল ইসলাম বলেন, সোমবার ইটভাটার মালিক আমাদের অগোচরে এক ট্রাক ইট নিম্নমানের আনে। খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে নিম্নমানের ওইসব ইট ফেরত নেওয়ার জন্য বলেছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads