• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
কালিয়াকৈরে কৃত্রিম লবনের সংকট

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালিয়াকৈরে কৃত্রিম লবনের সংকট

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ নভেম্বর ২০১৯

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় লবনের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে একটি অসাধু চক্র বলে অভিযোগ পাওয়াগেছে।

বিভিন্ন বাজার ঘুড়ে দেখা যায়, বেনুপুর বাজার ,চান্দরা ,মহরাবহ,বাড়ইপাড়া,কালিয়াকৈর বিভিন্ন লবন কোম্পানীর ডিলাররা প্রতিকেজিতে লবনের দাম ৩০টাকা বৃদ্ধি করেছে।খচরা বাজারে প্রতি কেজি লবন বিক্রি হচ্ছে ৬০-১০০টাকা । একটি অসাধু চক্র অতিরিক্ত লাভের আশায় এরুপ পরিবেশ সৃষ্টি করেছে বলে অভিযোগ উঠেছে।

কালিয়াকৈর বাজারে নেপাল এন্টার প্রাইজ ও বছির এন্টার প্রাইজ লবনের ডিলারের দোকানে খুচরা ব্যাবসায়দের ভীর জমেছে। তারা বাধ্য হয়ে লবন উচ্চ মূল্যে লবন ক্রয় করছে। এতে প্রভাব পরেছে উপজেলার বিভিন্ন বাজারে। বিরুপ প্রকিক্রিয়া দেখা দিয়েছে জনমনে। লবন সংকট আতঙ্কে জনসাধারণ কে উচ্চ মূল্যে অতিরিক্ত লবন ক্রয় করতে দেখা যায়। নেপাল এন্টার প্রাইজ এর মালিক জানান ,অধীক দামে ক্রয় করায় বেশীদামে বিক্রয় ।

এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন জানান লবনের সংকটের কোন খবর পাওয়া যাযনি। লবনের কৃত্তিম সংকট সূষ্টি কারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads