• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
তাড়াশে লবণের গুজবে প্রশাসনের অভিযান

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন বাজারে প্রশাসনের অভিযান

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

তাড়াশে লবণের গুজবে প্রশাসনের অভিযান

  • তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ নভেম্বর ২০১৯

হঠাৎ করেই গুজব উঠে লবণের দাম বৃদ্ধি পেয়েছে। আর খবর পেয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন বাজারে অসাধু ব্যবসায়ীরা খোলা লবণ ১৩ টাকার থেকে একলাফে ৫০-৬০ টাকা দরে বিক্রি  করছে। আর প্যাকেট লবন ৫০-৭০ টাকা দরে বিক্রি  করছিলেন।

আজ মঙ্গলবার সকাল থেকেই এমন গুজব ছড়িয়ে পড়ে। এ খবর পেয়ে তাড়াশ উপজেলার পৌর বাজারসহ বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করছেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহ। অভিযান চলাকালে বিভিন্ন ব্যবসায়ীদের তিনি লবণের দাম না বাড়ানো জন্য সর্তক করে দেন। এ দিকে অভিযান পরিচালনা টিম সন্ধ্যা পর্যন্ত অভিযান চালাচ্ছেন। 

এ সময়  তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহ লবণের দাম কোথাও বাড়েনি, দাম বৃদ্ধির গুজবে কান দিবেন না এবং প্রয়োজনের অতিরিক্ত লবণ ক্রয় করবেন না। কোন অসাধু ব্যবসায়ী যদি অযথা মজুদ করে রাখে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অভিযানে উপস্থিত ছিলেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুব হোসেন, বাজার কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads