• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, আহত ৮

প্রতীকী ছবি

সারা দেশ

ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, আহত ৮

  • তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ নভেম্বর ২০১৯

সিরাজগঞ্জের তাড়াশে ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ কমপক্ষে ৮ ব্যাক্তি গুরুতর আহত হয়েছেন। আহতদের মূমূর্ষ অবস্থায় তাড়াশ ও সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের বড় পওতা গ্রামের এ ঘটনা ঘটে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, বড় পওতা গ্রামের আব্দুল আলিম তার মায়ের নামে এক বিঘা জমিতে রোপা ধানের আবাদ করেন। সেই ফসলী জমিতে ধান পেকে গেলে একই গ্রামের মজনু মিঞা দুপুরে জমিটির তার দাবী করে তার লোকজন নিয়ে সেই জমির পাকা ধান কাটতে যান ।এ সময় আব্দুল আলিম ও তার আত্মীয় স্বজন ধান কাটায় বাঁধা দিলে মজনু মিঞার লোকজন অতর্কিত  ভাবে ধারালো হাঁসুয়া, লাঠি সোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে আব্দুল আলিম, আব্দুর রউফ, রবিউল ইসলাম , ইউনুস আলী , মাজেদা খাতুন, নুরুন্নাহার সহ কমপক্ষে ৮ ব্যাক্তি গুরুতর আহত হন।

আহতদের প্রথমে তাড়াশ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 তিনি আরো বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তাড়াশ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads