• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সাংবাদিক গোপাল অধিকারী’র জন্মদিন আজ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সাংবাদিক গোপাল অধিকারী’র জন্মদিন আজ

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ নভেম্বর ২০১৯

সাংবাদিক, কলামিস্ট ও মানবাধিকার কর্মী গোপাল অধিকারী’র জন্মদিন আজ । ১৯৮৭ সালের এই দিনে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের দাশুড়িয়া গ্রামের একটি নিম্নবিত্ত পরিবারে তার জন্ম।

ছোটবেলা থেকেই অদম্য ছেলেটি প্রাইভেট পড়ানো শুরু করে পঞ্চম শ্রেণিতে থাকাকালীন। পরিবারের দুই শিক্ষার্থীর পড়ালেখা ও পিতার অসুস্থতায় নিজেই হাল ধরেন নিজের পড়ালেখায়। দাশুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, দাশুড়িয়া ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এই তরুণ।

ছোটবেলা থেকেইে বিভিন্ন পত্রিকা পড়া ও ইচ্ছেমত মনের কথা লেখা তরুণের এই সাংবাদিকের সাংবাদিকতায় হাতেখড়ি ঈশ্বরদী থেকে প্রকাশিত সাপ্তাহিক “জনদৃষ্টি” পত্রিকায় দাশুড়িয়া ইউনিয়ন প্রতিনিধি হিসেবে। তারপর সাপ্তাহিক জয়পত্রের বিশেষ প্রতিনিধি থেকে বর্তমানে ঈশ্বরদী থেকে প্রকাশিত সাপ্তাহিক সময়ের ইতিহাস পত্রিকার বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

জাতীয় দৈনিক বাংলাদেশের খরব, আমাদের নতুন সময় পত্রিকায় প্রতিনিধিত্ব করছেন ঈশ্বরদী উপজেলায়। মানবাধিকার বিষয়ক পত্রিকা মাসিক “দলিতকণ্ঠে” রয়েছেন পাবনা জেলা প্রতিনিধি হিসেবে।

বিভিন্ন বিষয়ে সচেতন করতে সাংবাদিকতার পাশাপাশি কলাম লেখেন এই তরুণ। সাপ্তাহিক ঈশ্বরদী, সময়ের ইতিহাস, ঈশ্বরদীর কাগজ, প্রথম সকাল, স্বকাল বাংলা সাপ্তাহিকসহ জাতীয় দৈনিক যুগান্তর, দৈনিক সংবাদ, দৈনিক বাংলাদেশের খবর, দৈনিক ভোরের কাগজ, দৈনিক আজকালের খবর, দৈনিক বর্তমানসহ বিভিন্ন দৈনিকে নিয়মিত কলাম লেখেন তিনি।

কর্মজীবনে সফল এই সাংবাদিক পরিচালনা করছেন দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কোচিং সেন্টার এবং অধ্যক্ষ হিসেবে রয়েছেন মাতৃছায়া কিন্ডারগার্টেনে। সাংগঠনিকভাবে সফল এই তরুণ ঈশ্বরদীর বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঈশ্বরদী উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও হিন্দু মহাজোটের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্বপালন করছেন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads