• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
আশুলিয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে হামলায় আহত ১০

আশুলিয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে হামলায় আহতরা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

আশুলিয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে হামলায় আহত ১০

  • আশুলিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ২২ নভেম্বর ২০১৯

আশুলিয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় হামলাকারীদের মধ্যে দুই জনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে আশুলিয়ার উনাইল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতেদেরকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আসলাম নামে এক জনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজধানীর সিএমএইচ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

আটকরা হলেন- আশুলিয়ার উনাইল এলাকার আক্কেল আলীর ছেলে আব্দুল কুদ্দুস ও নাতি সোহেল।

হামলার শিকার গুরুত্বর জখম আব্বাস উদ্দিন জানান, তাদের নিজেদের মালিকানাধীন জমির ডোবায় এতদিন জোরপূর্বক মাছ ধরে নিয়ে যেত স্থানীয় হানিফ, আব্দুল কুদ্দুস, নূর উদ্দিন, আলাউদ্দিনসহ বেশ কয়েকজন। আজ সকালে তিনি ও তার শরীক নিজাম উদ্দিন, চাঁন মিয়া, আসলাম ও আব্দুল হাকিমসহ ১০-১২জন মাছ ধরতে গেলে হানিফের নেতৃত্বে ৩০-৪০ জন শাবল, লোহার পাইপ ও লাঠিসোটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর অতির্কত হামলা চালায়।

তিনি আরো জানান, একপর্যায়ে নূর উদ্দিন তার দুই হাতের আঙ্গুল কেটে ফেলেন ও অন্যরা তাকে মাটিতে ফেলে রড দিয়ে বেধরক পেটাতে থাকেন। এসময় আসলামকে কুপিয়ে গুরুত্বর জখম করা হয়। তার সাথে মাছ ধরতে ধাওয়া প্রায় ১০জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, আশুলিয়ার উনাইল এলাকায় মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বেশ কয়েকজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় অভিযুক্ত আব্দুল কুদ্দুস ও তার ছেলে সোহেল নামে দুই জনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্তপূর্বক বাকী দোষীদেরও আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads