• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
গাইবান্ধায় এক সেতুর অভাবে দুর্ভোগে ৩ উপজেলার কয়েক লাখ মানুষ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গাইবান্ধায় এক সেতুর অভাবে দুর্ভোগে ৩ উপজেলার কয়েক লাখ মানুষ

  • গাইবান্ধা প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ নভেম্বর ২০১৯

গাইবান্ধায় একটি সেতুর অভাবে চরম দূর্ভোগ পোহাচ্ছে তিনটি উপজেলার কয়েক লাখ মানুষ। সাঘাটা-গাইবান্ধা সড়কের সদর উপজেলার বাদিয়াখালীতে ৬০ বছর আগে আলাইনদীর উপর তৈরি হয় এই সেতু। দীর্ঘদিনেও এটি সংস্কার না হওয়ায়  চলাচলের অনুপযোগী হয়ে মৃত্যু ফাদে পরিণত হয়েছে। ব্যস্ততম রাস্তা ও সরু সেতু দিয়ে চলাচল করতে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। এতে বিপাকে পড়েছে স্কুলগামী শিক্ষার্থী ও অসুস্থ ব্যক্তিরা। এ দুর্ভোগের কথা স্বীকার করে দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দিয়েছে জেলা সড়ক বিভাগ।

সাঘাটা-গাইবান্ধা সড়কের গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালীতে ১৯৬০ সালে আলাইনদীর উপর দিয়ে এই সেতুটি  নির্মাণ করা হয়।  ১৯৯৮ সালের ভয়াবহ বন্যায় সেতুটির একাংশ ভেঙ্গে গেলে গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগ থেকে বেইলি ব্রীজে রূপান্তর করে সাময়িকভাবে যানবাহন ও লোকজনের চলাচলের উপযোগী করা হয়। সেই থেকে বেইলি ব্রীজটিতে সতর্কতার সঙ্গে যানবাহন ও পথচারী পারাপার হচ্ছে। কিন্তু সেতুটি সংকির্ন ও ঝুকিপূর্ণ হওয়ায় চরম দূর্ভোগে পড়েছে দু-পাড়ের কয়েক লাখ মানুষ। সেতুটিতে প্রায় দুর্ঘটনায় পড়তে হচ্ছে পারাপারের যানবাহন ও পথচারীদের।

জেলা শহরের সাথে ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার যোগাযোগের একমাত্র সড়ক এটি। এ সেতু দিয়ে দিনে কয়েক হাজার মোটরসাইকেল, রিকসা, ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাবাহন চলাচল করে।

এ বিষয়ে জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান জানান,  সেতুটি পুনঃ নিমার্ণের জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিকল্পিতভাবে ভবিষ্যতের কথা মাথায় রেখে সেতুটি প্রসস্ত সহ সেতুর জন্য আলাদাভাবে প্রসস্ত সড়ক তৈরি করতে নদীর  দুই পাড়ে কিছু জায়গা অধিগ্রহণ করা হবে। জায়গা অধিগ্রহণ সম্পন্ন হলেই দ্রুত সেতুটি নির্মাণ হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads