• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
কুলাউড়ায় হোটেল শ্রমিকদের বিক্ষোভ

সিলেটে শ্রম আদালত কার্যকরের দাবিতে হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শ্রম আদালত কার্যকরের দাবি

কুলাউড়ায় হোটেল শ্রমিকদের বিক্ষোভ

  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ০২ ডিসেম্বর ২০১৯

সিলেটে শ্রম আদালত কার্যকর করার দাবিতে কুলাউড়ায় হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (০২ ডিসেম্বর) বিকেলে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনীতে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে কুলাউড়া হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি ছায়েদ মুন্সী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিক খানের পরিচালনায় বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তফা কামাল, শাহীন মিয়া, মিজান মিয়া, আবু বক্কর সিদ্দিক, আক্কাস মিয়া, ইসলাম উদ্দিন, সুমন মিয়া প্রমূখ।

বক্তারা বলেন, গত ২৪ জুন সরকার সিলেটে শ্রম আদালত স্থাপনের প্রজ্ঞাপন জারি করলেও অদ্যাবধি শ্রম আদালতের কার্যক্রম শুরু হয়নি। শ্রম আদালত শ্রমিকদের আইনগত অধিকার আদায়ের বিষয়ে প্রতিকার পাওয়ার সর্বশেষ আশ্রয়স্থল। কিন্তু সিলেটে এ কার্যক্রম শুরু না হওয়ায় শ্রমিকরা তাদের আইনগত অধিকার আদায়ের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

সভা থেকে হোটেল সেক্টরে নিম্নতম মূল মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, ৮ঘণ্টা কর্ম দিবস, নিয়োগ ও পরিচয়পত্র, সার্ভিস বুক প্রদাণসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads