• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
গণেশ্বরী নদীতে রাবার ড্যামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মানু মজুমদার

ফাইল ছবি

সারা দেশ

গণেশ্বরী নদীতে রাবার ড্যামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মানু মজুমদার

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ ডিসেম্বর ২০১৯

নেত্রকোণার কলমাকান্দায় প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে পাহাড়ি গণেশ্বরী নদীতে রাবার ড্যাম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে উপজেলার  সীমান্তবর্তী লেংঙ্গুরা বাজার গণেশ্বরী নদীর পাড়ে রাবার ড্যাম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নেত্রকোণা-১ আসনের এমপি মানু মজুমদার।

এ উপলক্ষে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)এর সহযোগিতায় ও উপজেলা আওয়ামী লীগের এক আলোচনার সভার অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের  সভাপতি মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান খান, বিএডিসি'র নির্বাহী প্রকৌশলী মো. লুৎফুর রহমান, উপজেলা পরিষদের  চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক তালুকদার,রাবার ড্যাম নির্মাণ প্রকল্পের পিডি ধীরেন্দ্র দেবনাথ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুর খান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, বিডিসি'র তত্বাবধায়ক প্রকৌশলী পঙ্কজ কর্মকার, আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান আবু তাহের, উপজেলা প্রেসক্লাব সভাপতি রাজ্জাক আহমেদ রাজু প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads