• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
৩৪ বস্তা পচা আটা জব্দ

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

যমুনা সার কারখানা

৩৪ বস্তা পচা আটা জব্দ

  • সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ ডিসেম্বর ২০১৯

যমুনা সার কারখানায় ট্রাকে সারের বদলে পচা আটার বস্তার সন্ধান মিলেছে। গত বুধবার সারা দিন বিষয়টি কর্তৃপক্ষ ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও বিকালে এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালান কপি নিয়ে ট্রাকচালক সাইফুল ইসলাম পলাতক থাকায় সার ও আটার বস্তা নিয়ে বিপাকে পড়েছে কারাখানা কর্তৃপক্ষ।

জানা গেছে, সকাল ৭টার দিকে কারখানায় ‘মেসার্স সরকার ট্রেডার্স’-এর নামের ইস্যুকৃত একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৯৭৩৩) আসে। ট্রাকে কাফকোর আমদানি করা ২০ টন ইউরিয়া ছিল। পরে ডেলিভারি গেটে ট্রাকটি আনলোডের প্রস্তুতিকালে স্কেলে বস্তায় পচা আটার সন্ধান পাওয়া যায়। নিরাপত্তা ও আনলোডের দায়িত্বে থাকা লোকজন ট্রাক আনলোড না করে আটকে রাখে। পরে ট্রাক চেক করে সারের মধ্যে ৩৪ বস্তা আটা দেখা যায়। বিষয়টি নিয়ে কানাকানি শুরু হলে ট্রাকচালক সাইফুল ইসলাম পালিয়ে যায়। দুপুরে সার ও আটার বস্তাসহ ট্রাকটি কারখানার ভেতর থেকে গেটের বাইরে বের করে দেওয়া হয়। ট্রাকটি নিয়ে কর্তৃপক্ষ বিপাকে থাকলেও আমদানি কাজের দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান সরকার ট্রেডার্সও দায় নিচ্ছে না।

মেসার্স সরকার ট্রেডার্সের স্বত্বাধিকারী আবুল হোসেন সরকার বলেন, চালক অতিরিক্ত ভাড়ার জন্য হয়তো সারের ট্রাকে কিছু আটার বস্তা নিয়েছিল। তিনি বলেন, যমুনা সার কারখানা কর্তৃপক্ষই জানে সারগুলো কার ও রহস্য কী। আমি কিছু জানি না।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ২৭ নভেম্বর কারখানার বয়লার স্টার্টার হিটার বিস্ফোরিত হয়। এতে এক বছরের অধিক সময় ধরে উৎপাদন বন্ধ রয়েছে। ফলে যমুনা সার কারখানার এরিয়া বৃহত্তর ময়মনসিংহসহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় সারের চাহিদা মেটাতে সরকার ভারত, চীন, আরব আমিরাত ও সৌদি আরব থেকে উচ্চমূল্যে সার আমদানি করছে।

কারখানার এমডি জাভেদ আনোয়ার বলেন, সারের ট্রাকে আটার বস্তা থাকায় ট্রাকটি বাইরে ফেরত দেওয়া হয়েছে। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads