• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
চলনবিলে ধান কাটার শ্রমিক সংকট

ফাইল ছবি

সারা দেশ

চলনবিলে ধান কাটার শ্রমিক সংকট

  • জাহাঙ্গীর আলম, চাটমোহর (পাবনা)
  • প্রকাশিত ০৭ ডিসেম্বর ২০১৯

চাটমোহরসহ চলনবিলে পুরোদমে শুরু হয়েছে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। পাওয়া যাচ্ছে না শ্রমিক। এর ফলে গ্রামীণ জনপদে দেখা দিয়েছে শ্রমিকের সংকট।

কৃষকরা জানান, সঠিক সময়ে শ্রমিক না পেলে ধান কাটা ও মাড়াইয়ের কাজ পিছিয়ে যেতে পারে। এর ফলে মৌসুমি ফসল ও রসুন চাষাবাদ পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। উপজেলার রামচন্দ্রপুর গ্রামের জহুরুল ইসলাম জানান, এখন পুরোদমে ধান কাটা ও মাড়াইয়ের সময় চলছে। কিন্তু শ্রমিক না পাওয়ায় ধান কাটা ও মাড়াইয়ের কাজ কিছুটা বিলম্ব হচ্ছে।

কয়েকজন দিনমজুরের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক দিনমজুর অভাবে কারণে মাস দুয়েক পূর্বে এলাকার বিত্তবানদের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়ায় এখন তাদের কাজ করতে হচ্ছে। এ কারণে এ অঞ্চলে দিনমজুরের সংকট দেখা দিয়েছে। চলতি আমন মৌসুমে একজন নারী শ্রমিকে দৈনিক পারিশ্রমিক হিসেবে নিচ্ছে ২৫০ টাকা থেকে ৩০০ টাকা, একজন পুরুষ শ্রমিকের দৈনিক পারিশ্রমিক হিসেবে ৪৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads