• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
কলমাকান্দায় পাক-হানাদার মুক্ত দিবস পালিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কলমাকান্দায় পাক-হানাদার মুক্ত দিবস পালিত

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ ডিসেম্বর ২০১৯

নেত্রকোণার কলমাকান্দায় পাক-হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ থেকে একটি র‍্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের রুমে আলোচনা সভায় মিলিত হন।

উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড এর যৌথ আয়োজনে র‍্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে  মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক তালুকদার।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুলতান গিয়াস উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. নুরুল ইসলাম ও মো. আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা অসিত সাংমা, জেলা পরিষদের সদস্য ইদ্দিস আলী তালুকদার ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস প্রমূখ।

এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আশরাফুল আলম শামীম ও যুগ্ম আহবায়ক বদিউল হক বাবুসহ , বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিক, গণমাধ্যম কর্মী, শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads