• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুরে দুই পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সখীপুরে দুইপক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ ডিসেম্বর ২০১৯

টাঙ্গাইলের সখীপুরে দুইপক্ষই একে অপরকে চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসী দাবি করে সংবাদ সম্মেলন করেছে। শনিবার দুপুরে সখীপুর প্রেসক্লাবে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুস সামাদ সিকদারের নেতৃত্বে এবং কিছু সময় পরই উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাচ্চু সিকদারের নেতৃত্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির সভাপতি আবদুস সামাদ সিকদার লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে আমারা সখীপুর পৌরশহরে তাদের ক্রয়কৃত জমিতে ভবন নির্মাণ করে ব্যবসা করছি। সম্প্রতি ওই ভবনের দ্বিতীয় তলার নির্মাণ কাজ করতে গেলে শ্রমিক লীগের সভাপতি বাচ্চু সিকদার, তার দুইছেলে সোহেল সিকদার ও সুমন সিকদার এবং শামছুল হক, রউফ সিকদারসহ সহযোগিরা ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে কাজ বন্ধ করে দেয়। পরে তাদের বিভিন্ন সময় চাঁদা দিয়ে দ্বিতীয় তলার কাজ শেষ হওয়ার পরপরই তারা ওই তলার পাঁচটি  কক্ষ জবর দখল করে নিয়েছে। সংবাদ সম্মেলনে ওই ভবনের অংশীদার মীর শামছোদ্দোহা, রাসেল সিকদার, আবদুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে অপর এক সংবাদ সম্মেলনে শ্রমিক লীগের সভাপতি বাচ্চু সিকদার নিজেদের সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। তার পক্ষে শামছুল হক লিখিত বক্তব্যে বলেন, ওই ভবনের মালিক সামাদ সিকদার ও তার অংশীদার রাসেল সিকদার, ছবুর মাস্টার, আজিজুল ও শামছোদ্দোহা তাদের ক্রয়কৃত জমি দখলের পরও পাশ্ববর্তী দাগে আমাদের জমি জবর দখল করে ভবন নির্মাণ করেছেন। পরে আমাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে যৌথভাবে ওই ভবনের দ্বিতীয়তলার নির্মাণ কাজ শেষ করে এখন আমাদেরকেই তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। সেখানে বাঁধা দিতে গেলেই বিভিন্ন দপ্তরে উল্টো আমাদেরই চাঁদাবাজ দখলবাজ বলে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছেন।

সংবাদ সম্মেলনে আবুল কাশেম সিকদার, জেল হক, আবদুর রউফ সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads