• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
হিলি সীমান্তে সাড়ে ২৭ লাখ টাকা মূল্যের গরু মোটাতাজাকরন ট্যাবলেট উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

হিলি সীমান্তে সাড়ে ২৭ লাখ টাকা মূল্যের গরু মোটাতাজাকরন ট্যাবলেট উদ্ধার

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ ডিসেম্বর ২০১৯

দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ২৭ লাখ টাকা ম‍ূল্যের ভারতীয় গরু মোটাতাজাকরন ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

আজ রোববার ভোরে হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ট্যাবলেটগুলি উদ্ধার করা হয়।

বিজিবি হিলির বাসুদেবপুর কোম্পানি কমান্ডার সুবেদার জিল্লুর রহমান জানান, ভারত থেকে গরু মোটাতাজাকরন ট্যাবলেটের বড় একটি চালান নিয়ে একদল চোরাকারবারী দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্তের ফকিরপাড়া এলাকায় অবস্থান নেয় বিজিবি। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকটি প্লাষ্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলো উদ্ধার করে তার ভেতর থেকে ৯২ হাজার পিস ভারতীয় গরু মোটাতাজাকরন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ট্যাবলেটের ম‍ূল্য ধরা হয়েছে ২৭ লাখ ৬০ হাজার টাকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads