• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
পূর্বধলায় ৪৫ টাকায় পেঁয়াজ কিনতে ক্রেতাদের ভীড়

ফাইল ছবি

সারা দেশ

পূর্বধলায় ৪৫ টাকায় পেঁয়াজ কিনতে ক্রেতাদের ভীড়

  • পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ ডিসেম্বর ২০১৯

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী, বাদ নেই রিকশা চালক, অটোরিকশা চালক বা আরো নিম্ন আয়ের মানুষ। সবাই এক সারিতে দাঁড়িয়েছেন এক কেজি পেঁয়াজ কেনার জন্য।

আজ রোববার দুপুরে নেত্রকোণার পূর্বধলা উপজেলা পরিষদ এলাকায় ক্রেতারা লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ ক্রয় করেন।

টিসিবি উদ্যোগে সরকার নির্ধারিত ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছিল ট্রাকের করে। প্রত্যেকে এক কেজি করে পেঁয়াজ কেনার সুযোগ পাচ্ছেন। কিন্তু দীর্ঘ সারিতে দাঁড়িয়ে পেঁয়াজ কিনতে এক/দেড় ঘণ্টা সময় লেগে যাচ্ছে।

পেঁয়াজ কিনতে লাইনে দাঁড়ানো বলেন, কোনো উপায় নেই ভাই। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে হলেও এক কেজি পেঁয়াজ কিনতে হবে। খোলা বাজারে ১৮০ টাকার নিচে পেঁয়াজ নেই। এই অগ্নিমূল্যে সবার পক্ষে পেঁয়াজ কিনে নিত্য রান্নার প্রয়োজন সামাল দেওয়া সম্ভব হয় না। তাই কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে এক কেজি পেঁয়াজ সংগ্রহ করছেন।

ট্রাকে করে টিসিবি নিয়োগকৃত শ্রমিকরা মিশর থেকে আমদানিকৃত বড় সাইজের পেঁয়াজ বিক্রি করছেন। লাইনে দাঁড়ানো সবাইকে এক কেজি করে পেঁয়াজ দেওয়া হলেও কোনো ব্যাগ বা প্যাকেট তারা দিচ্ছেন না। অনেকে মোটর সাইকেল নিয়ে পেঁয়াজ কিনতে এসে হেলমেটের ভিতর পেঁয়াজ ভরে নিয়ে যাচ্ছেন। ৪/৫টি পেঁয়াজ এক কেজি ওজন হচ্ছে।

ট্রাকে পেঁয়াজ বিক্রেতা টিসিবির নিয়োগকৃত শ্রমিক জানান, সবাইকে এক কেজি করে পেঁয়াজ দিচ্ছেন। কাউকে বেশি দেয়ার সুযোগ নেই। সয়াবিন ১ লিটার ৮০ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৫০ টাকা ও চিনি প্রতি কেজি ৫০ টাকা ধরে বিক্রি হচ্ছে। আগামীকালও টিসিবির পেঁয়াজ বিক্রি চলবে বলে জানান।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads