• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
নাকে রুমাল চেপে খাল পরিদর্শন করলেন জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

নাকে রুমাল চেপে খাল পরিদর্শন করলেন জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ ডিসেম্বর ২০১৯

খালের পরিণতি দেখতে এসে জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার বিস্ময় প্রকাশ করেছেন। এ সময় তিনিসহ কর্মকর্তারা নাকে রুমাল চেপে খালের করুন পরিণতি দেখেন।

পৌরসভাসহ বিভিন্ন পোশাক কারখানার বর্জ্য ফেলে খালের এমন পরিণতির পরেও আইনানুগ ব্যবস্থা না নেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

আজ রোববার সকালে গাজীপুরের শ্রীপুরে লবলং খাল পরিদর্শনে আসেন তিনি। পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক লাগোয়া মাস্টার বাড়ি এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি জানান, আমরা এ বিষয়টি জেলা জাতীয় নদী রক্ষা কমিটির বৈঠকে তুলব।  আমরা স্টাডি করছি এগুলো কিভাবে তুলে ধরবো। এতো পরিবেশের ভয়ঙ্কর পরিস্থিতি। পরিবেশ আইনে এটা নিশ্চিত অপরাধ।

তিনি বলেন, এসব সমস্যা আমাদের সবাই মিলেই সমাধান করতে হবে। এ ক্ষেত্রে পৌর সভার একটি বিরাট ভূমিকা রাখতে হবে। এ বিষয়ে অসহযোগিতা করলে পৌর মেয়রের বিরুদ্ধে মামলা হবে। এ অপরাধে শাস্তির আওতায় আনতে হবে সকল অপরাধীদের।

এ সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

নদী কমিশনের চেয়ারম্যান আসার খবরে লবলং খালের ময়লা ফেলার স্থানটির আশপাশে কয়েকশ মানুষ হাজির হয়ে বিভিন্ন অভিযোগ করেন।  স্থানীয়রা স্বাস্থ্য ঝুঁকিতে আছেন এমন বিষটিও তারা জানান কমিশন চেয়ারম্যানকে।

নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন কমিশনের চেয়ারম্যানকে কে জানান বর্জ্য ডাম্পিং স্টেশন এর জন্য তিন একর জায়গা নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এ সময় সহকারী কমিশনার এমডি শামসুল আরেফিন, জাতীয় নদী রক্ষা কশিনের সার্বক্ষনিক সদস্য মো. আলাউদ্দীন,জাতীয় নদী রক্ষা কমিশনের উপ পরিচালক মো. কবিরুল ইসলাম,গাজীপুর জেলা নদী পরিভ্রাজক দলের সভাপতি মো. মনির হোসেন, শ্রীপুর উপজেলার নদী পরিভ্রাজক দলের সভাপতি কলামিস্ট সাঈদ চৌধুরী, সমাজ কর্মী খোরশেদ আলম, আবুল হোসেন প্রধান উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads