• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
নাঙ্গলকোটে ইউপি চেয়ারম্যানের ইটভাটা থেকে কিশোরের লাশ উদ্ধার

নাঙ্গলকোট ম্যাপ

সারা দেশ

নাঙ্গলকোটে ইউপি চেয়ারম্যানের ইটভাটা থেকে কিশোরের লাশ উদ্ধার

  • মো. দুলাল মিয়া, নাঙ্গলকোট (কুমিলা)
  • প্রকাশিত ০৮ ডিসেম্বর ২০১৯

কুমিল্লার নাঙ্গলকোটে ইউপি চেয়ারম্যানের ইট ভাটা থেকে আলা উদ্দিন (১৬) নামের এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ রবিবার উপজেলার দৌলখাঁড় ইউপি চেয়ারম্যান আবুল কালামের কেবিএম ইট ভাটায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোর নোয়াখালী জেলার সূবর্ণচর উপজেলার উত্তর বাড্ডা গ্রামের মৃত. কামাল হোসেনের মেঝু ছেলে।

স্থানীয় ও পুশিল সূত্রে জানা যায়, ছয় মাসের কন্ট্রাকে আলাউদ্দিনসহ তার বড় ভাই সালা উদ্দিন (২২) ও ছোট ভাই হৃদয় (১৩) কেবিএম ইট ভাটায় নিমার্ণ শ্রমিকের কাজ করার জন্য আসেন। শর্ত অনুযায়ী গত দেড় মাস ধরে কাজ করছেন তারা। প্রতিদিনের মত রবিবার সকালে ইট নিমার্ণে কাজ করতে যান আলাউদ্দিন। হঠাৎ মাটিতে লুটে পড়ে যায় সে। এ অবস্থায় তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

জানা যায়, দৌলখাঁড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালামের ব্যাক্তি মালিকানাধীন কেবিএম ব্ক্সিস নামের ইটভাটাটিতে প্রায় ১৫/২০ জন শিশু কিশোর শ্রমিক হিসেবে কাজ করে। আইন অনুযায়ী শিশু শ্রম নিষিদ্ধ হলেও ইট ভাটার মালিক আবুল কালাম আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি তার ইট ভাটাটিতে অধিকাংশ শিশু কিশোর শ্রমিক দিয়ে কাজ করাচ্ছেন। এতে প্রায় দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার উপ-পরিদশক (এসআই) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহতের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হবে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads