• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • নোবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ ডিসেম্বর ২০১৯

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শহীদ বুদ্ধিজীবী দিবস ২০১৯ পালিত হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধাভরে স্মরণের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে বিশ্ববিদ্যালয় পরিবার।

সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তারা। এতে অংশ নেন-বিভিন্ন বিভাগর শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার প্রাঙ্গণে বক্তব্য প্রদান করেন উপাচার্য ড. মো. দিদার-উল-আলম। এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক মো. মমিনুল হক, অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, ছাত্র নির্দশনা পরিচালক, দপ্তরসমূহের পরিচালকরা।

এরপর নবনির্বাচিত শিক্ষক সমিতি (নীল দল) শহিদ মিনার ও বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে । এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও সাধারণ সম্পাদক মো. মজনুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া স্বাধীনতা শিক্ষক পরিষদ, বিভিন্ন হল ও সংগঠনসমূহের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয় ।

এর আগে ১৩ ডিসেম্বর রাতে বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে কালো ব্যাজ ধারণ, নিষ্প্রদীপ মহড়া ও মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads