• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
২৪ ঘন্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে চলে গেলেন সেই মাদরাসা ছাত্রী

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

২৪ ঘন্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে চলে গেলেন সেই মাদরাসা ছাত্রী

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১২ জানুয়ারি ২০২০

চাঁদপুরের হাজীগঞ্জে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টাকারী গুরুতর দগ্ধ সেই মাদরাসা ছাত্রী সিপা আকতার মারা গেছে। আজ রোববার বিকেল ৫টায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত ছাত্রী সিপা আকতার (১৭) উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের কাইজাঙ্গা গ্রামের প্রবাসি দেলোয়ার হোসেনের মেয়ে। সে হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এর আগে, গত শনিবার বিকেল ৫টার সময় পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের ট্রাকরোডের ভাড়া বাসায় মায়ের সঙ্গে অভিমান করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করে সিপা।

আজ বিকেলে গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে তার অবস্থার অবনতি ঘটলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একই দিন রাতে তাকে ঢাকা মেডিকেল ইউনিটের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

সিপা’র চাচা হাসপাতালে জানায়, মাদরাসা থেকে এসেই গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়ার কথা শুনেছি। তাকে বকা-ঝকা করায় রাগ করে এ ঘটনা ঘটিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads