• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
হিলি ট্রেন দূর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল

প্রতিনিদির পাঠানো ছবি

সারা দেশ

হিলি ট্রেন দূর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ জানুয়ারি ২০২০

দিনাজপুর হিলিতে ট্রেন দূর্ঘটনা দিবস পালন করা হয়েছে।

আজ সোমবার বিকেলে স্থানীয় রেলওয়ে একতা ক্লাব উদ্যেগে নিহতদের স্মরনে কালো ব্যাচ ধারণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন রশিদ হারুন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুনুউর রশিদ,মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার বেগম, রেলওয়ে একতা ক্লাবের সভাপতি আমজাদ খানসহ অনেকে।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ১৩ জানুয়ারি শুক্রবার রাত সোয়া ৯টায় রেল ক্রসিংয়ের উদ্দেশে স্টেশনের ১ নম্বর লাইনে দাঁড়িয়েছিল গোয়ালন্দ থেকে পার্বতীপুরগামী ৫১১ নম্বর লোকাল ট্রেন। তবে সে সময়ের দায়িত্বরত স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যানের অবহেলার কারণে একই লাইনে ঢুকে পড়ে সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭৪৮ নম্বর আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি। এতে দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২৭ জন যাত্রী নিহত হয়

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads