• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ভূঞাপুরে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ভূঞাপুরে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জানুয়ারি ২০২০

‘জয়লাভ করাই বড় কথা নয়-প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড় কথা’ এই স্লোগানকে ধারণ করে টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে গোবিন্দাসী ইউনিয়নের ১৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। এছাড়া অন্য একটি ক্লাস্টারে উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠেও  ১৪টি প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশ নেয়। জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য অনুষ্ঠান শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. রেজাউল ইসলাম,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুর রহমান, সাবেক সভাপতি মো.নূরুজ্জামান মিয়া, গোবিন্দাসী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মফিজুর রহমান, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও সাংবাদিক আব্দুল  লতিফ তালুকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন  মো. শাহ আলম মিয়া। পরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads