• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
সীমান্তে নিহত বাংলাদেশির লাশ দুইদিন পর ফেরত

প্রতীকী ছবি

সারা দেশ

সীমান্তে নিহত বাংলাদেশির লাশ দুইদিন পর ফেরত

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জানুয়ারি ২০২০

জেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নির্যাতনে নিহত বাংলাদেশি আবু সাঈদের (২৫) লাশ দুইদিন পর ফেরত দিয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন হয়ে ভারতীয় পুলিশ বাংলাদেশি পুলিশের কাছে লাশ হস্তান্তর করে। গত ১১ জানুয়ারি (শনিবার) সকালে বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৬ ও ৮৩৭ নম্বর মেইন পিলার এলাকা থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায় ভারতীয় মেখলিগঞ্জ থানা পুলিশ। নিহত আবু সাঈদ পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল এলাকার বাসিন্দা।

বিজিবি ও নিহতের পরিবার জানান, ওই সীমান্তে তামাক ক্ষেতে কাজ করছিলেন আবু সাঈদ। গত ১০ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় চোরাকারবারি সন্দেহে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবু সাঈদকে পিটিয়ে অচেতন অবস্থায় বিদ্যুতের পিলারের কাছে ফেলে যায়। গুরুতর আহত অবস্থাতেই তার মৃত্যু হয়। পরদিন সকালে ঘটনাস্থল থেকে ভারতীয় মেখলিগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায় বলে অভিযোগ করেন নিহতের পরিবার। তবে বিএসএফের পক্ষ থেকে বলা হয়, ওই সীমান্ত হয়ে অবৈধভাবে গরু পাচার করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আবু সাঈদের মৃত্যু হয়।

এ ঘটনায় বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারতীয় বিএসএফকে পত্র পাঠিয়ে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। অবশেষে দুই দিন পর গত সোমবার সন্ধ্যায় ভারতীয় মেখলিগঞ্জ থানার ওসি রাজেশ কুমার নিহত বাংলাদেশি আবু সাঈদের লাশ বুড়িমারী স্থলবন্দর গেটে পাটগ্রাম থানার ওসি সুমন্ত কুমার মোহন্তের কাছে হস্তান্তর করেন। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিহতের লাশ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করে থানা পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads