• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
কলমাকান্দায় কৃষি কাজে ঘোড়ার ব্যবহার

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কলমাকান্দায় কৃষি কাজে ঘোড়ার ব্যবহার

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ জানুয়ারি ২০২০

নেত্রকোণার কলমাকান্দায় বোরো মৌসুমে চাষাবাদের জন্য ধান ক্ষেতে মই দেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছে ঘোড়া।

সরেজমিনে আজ বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের বিশারা, চিনাহালা, খারনৈ ইউনিয়নের রদ্রনগর রামভদ্রপুর নামক মৌজায় গিয়ে দেখা যায় গরুর পরিবর্তে ঘোড়া দিয়ে ধান রোপন করার জন্য জমিতে মই দেয়া হচ্ছে ।

গরুর বিকল্প হিসেবে মই দিয়ে চাষাবাদ করার ব্যাপারে কৃষক মো. রফিকুল জানান কম খরচে ঘোড়া দিয়ে কৃষি জমিতে মই দিতে পারতেছি। একে সময় ও অর্থ সাশ্রয় হইতেছে।

ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের বলরামপুর গ্রামের রুপচান মিয়া জানান, ঘোড়া দিয়ে কৃষকের জমিতে মই দেওয়ার ব্যবস্থা করেছি। এতে অল্প সময়ে অনেক জমিতে মই দেওয়া যায় বিধায় কৃষকের সময়ও টাকার অনেক সাশ্রয় হয়। আমরা উপজেলার বেশ কয়েকটি গ্রামে ঘোড়া দিয়ে মই দেওয়ার কাজ করে যাচ্ছি। আমাদের এ কাজের চাহিদা বাড়তেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads