• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
নরসিংদীতে বাউল শিল্পীর মুক্তির দাবিতে মানববন্ধন

নরসিংদীতে বাউল শিল্পী শরীয়ত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে ৠালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নরসিংদীতে বাউল শিল্পীর মুক্তির দাবিতে মানববন্ধন

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ জানুয়ারি ২০২০

নরসিংদীতে বাউল শিল্পী শরীয়ত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকালে জেলা বাউল শিল্পী পরিষদের উদ্যোগে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শত শত বাউল শিল্পীরা র‌্যালিসহ মানববন্ধনে অংশগ্রহন করেন।

মানববন্ধনে বাউল শিল্পীরা বলেন, একটি কুচক্রী মহল গ্রাম বাংলার ঐতিহ্য বাউল গানকে নষ্ট করার জন্য বাউল শিল্পী শরীয়ত সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে শরীয়ত সরকারকে মুক্তি দিতে হবে। অন্যথায় বৃহৎ আন্দোলনের মাধ্যমে বাউল শিল্পী শরীয়ত সরকারকে মুক্ত করা হবে। মানববন্ধন থেকে শরীয়ত সরকারের মুক্তির ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি কামনা করা হয়।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, নরসিংদী বাউল শিল্পী পরিষদের সভাপতি মো. কামাল মোল্লা, বাউল শিল্পী আর এ লায়ন সরকার, ইসমাইল সরকার, বীর মুক্তিযোদ্ধা হাকিম দেওয়ান, কাজীমুদ্দিন সরকারসহ প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads