• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
১২দিন ব্যাপী ভিক্ষু পরিবাস (ওয়াইক) ও ব্যুহ-চক্র মেলা ‍শুরু কাল

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

১২দিন ব্যাপী ভিক্ষু পরিবাস (ওয়াইক) ও ব্যুহ-চক্র মেলা ‍শুরু কাল

  • খায়রুল আহসান মানিক, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ জানুয়ারি ২০২০

আগামীকাল সোমবার থেকে ১২দিন ব্যাপী কুমিল্লার লালমাই উপজেলার শতাব্দীর প্রাচীন ঐতিহ্যবাহী আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে সর্বস্তরের বৌদ্ধ জনগোষ্ঠীর সম্মিলিত উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুগপৎভাবে প্রথম বারের মত ভিক্ষু পরিবাস (ওয়াইক) ও ব্যুহ-চক্র মেলা। সেই সাথে প্রতিদিন সংঘদান, ধর্মসভা ও গ্রামীণ মেলার আয়োজন চলবে। উক্ত অনুষ্ঠানে একাধিক মন্ত্রী, জন প্রতিনিধি, উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ এবং বৌদ্ধ ধর্মের এ উপমহাদেশের বিভিন্ন বৌদ্ধ ভিক্ষুগণ উপস্থিত থাকবেন।

১২দিন ব্যাপী ভিক্ষু পরিবাস (ওয়াইক) ও ব্যুহ-চক্র মেলা সোমবার বিকালে উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ মোঃ নুরুল ইসলাম, সহকারি পুলিশ সুপার বাবু প্রশান্ত পাল।

২৪ জানুয়ারি বিকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

৩১ জানুয়ারি বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক রেলপত্র মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যক্ষ ড. প্রণব কুমার বড়ুয়া, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ ইউনুছ ভূইয়া। স্বাগত ভাষণ বক্তব্য রাখবেন-মাননীয় অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব কে এম সিংহ রতন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads