• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মাদকাশক্ত ছেলেকে পুলিশে দিলেন মুক্তিযোদ্ধা পিতা

পিরোজপুর ম্যাপ

সারা দেশ

মাদকাশক্ত ছেলেকে পুলিশে দিলেন মুক্তিযোদ্ধা পিতা

  • পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২১ জানুয়ারি ২০২০

পিরোজপুরের ইন্দুরকানীতে মাদকাশক্ত ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে পুলিশের হাতে তুলে দিলেন মুক্তিযোদ্ধা পিতা। স্থানীয় বালিপড়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মোঃ সজীব হাওলাদার অনিক (২০)কে মঙ্গলবার সকালে বরিশাল মাদক নিরাময় কেন্দ্রে সংশোধনের জন্য পাঠিয়েছে থানা পুলিশ।

পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে, সোমবার বিকেলে উপজেলার চন্ডিপুর গ্রামের মুক্তিযোদ্ধা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানের ছেলে সজীব হাওলাদার অনিক নেশার টাকা না পেয়ে পিতা-মাতাকে মারধরসহ পিতার মুক্তিযোদ্ধা সনদ, জমিজমার দলিল, পর্চা সহ প্রয়োজনীয় কাগজপত্র ছিড়ে ফেলে। পরে অনিকের বাবা হাবিবুর রহমান থানা পুলিশে খবর দিলে মাদকাশক্ত ছেলেকে আটক করে।

মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান হাওলাদার জানান, ছেলের নেশার টাকা না দেয়ায় আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে এবং দা নিয়ে কোপাতে এলে নিরুপয় হয়ে পুলিশের হাতে তুলে দেই।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান জানান, নেশাগ্রস্ত অনিককে মঙ্গলবার সংশোধনের জন্য বরিশাল মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads