• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
তাড়াশে মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের প্রশিক্ষণ উদ্বোধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

তাড়াশে মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের প্রশিক্ষণ উদ্বোধন

  • তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ জানুয়ারি ২০২০

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রসাশন ও  উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতাধীন মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) এর সন্ধানী সংস্থার মাধ্যমে বাস্তবায়নাধীন প্রকল্পের দ্বিতীয় ধাপের সুপারভাইজার ও শিক্ষক/শিক্ষিকাদের ৫ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত জাহানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তোফাজ্জাল হোসেন ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের সহকারী পরিচালক সিরাজগঞ্জ জেলা আহসান হাবীব,উপজেলা প্রোগ্রাম অফিসার হাবিবুল্লাহ, সন্ধানী সংস্থার ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান শাহিদা পারভীন, প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার বুলবুল আহমেদ প্রমুখ।

এ প্রশিক্ষণ কর্মশালায় ৩৩৬ জন শিক্ষক/শিক্ষিকা ও সুপারভাইজাররা অংশ নিয়েছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads