• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
খালেদার মুক্তির জন্য বিশেষ আবেদনের কথা ভাবছে পরিবার

সংগৃহীত ছবি

সারা দেশ

খালেদার মুক্তির জন্য বিশেষ আবেদনের কথা ভাবছে পরিবার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৪ জানুয়ারি ২০২০

বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য মুক্তি চেয়ে সরকারের কাছে বিশেষ আবেদন করার কথা ভাবছে তার পরিবার ও স্বজনরা।

আজ শুক্রবার বিকেলে পরিবারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বেগম জিয়ার বোন সেলিমা ইসলাম।

এইদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন কারাবন্দী বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালের কেবিনে দেখতে যান পরিবারের ৫ সদস্য। ঘণ্টাখানেক অবস্থান করেন তারা।

পরে বেগম জিয়ার মেজো বোন সেলিমা ইসলাম জানান, তার ছোট বোনের শারীরিক অবস্থা আরো খারাপ হয়েছে। বারবার বমি করছেন, খালি পেটে তার ডায়াবেটিসের মাত্রা ১৫ এর উপরে। এই হাসপাতালে যেভাবে চিকিৎসা চলছে সেখান থেকে বেগম জিয়াকে হয়তো জীবিত ফেরানো যাবে না বলেও আশঙ্কা করছেন তারা।

আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, তার শরীর এতো খারাপ যে সে তো কথাই বলতে পারছিলেন না। দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। পরিবারের অন্য সদস্যরা হলেন-বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে অভিক ইস্কান্দার, বেগম খালেদা জিয়ার ভাই সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার এবং আরাফাত রহমান কোকোর শাশুড়ি ফেতেমা রেজা। তবে কারা কর্তৃপক্ষের অনুমতি না থাকায় আরাফাত রহমান কোকোর শাশুড়ি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে পারেননি। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads