• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
সাতক্ষীরায় প্রবাসীর স্ত্রীর কান কেটে দিলো প্রতিপক্ষ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সাতক্ষীরায় প্রবাসীর স্ত্রীর কান কেটে দিলো প্রতিপক্ষ

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ জানুয়ারি ২০২০

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী খাদিজা খাতুন (২৭) নামে এক গৃহবধূর ওপর হামলা চালিয়ে দুই কান কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত ওই গৃহবধূ বর্তমানে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার রঘুনাথপুরে। আহত গৃহবধূ রঘুনাথপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী ফারুক হোসেনের স্ত্রী।

এ ঘটনায় ওই গৃহবধূর ভাই আব্দুল জলিল বাদি হয়ে গতকাল শুক্রবার রাতে তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন খাদিজা খাতুন বলেন, বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে আমার ৫ বছরের শিশু মেয়ে মিম ও প্রতিবেশী মলি খাতুনের ৫ বছরের শিশু মেয়ে জিম একসঙ্গে খেলা করছিল। খেলা করাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির একপর্যায়ে আব্দুল মোমিন, মলি খাতুন, কুলছুম বিবি দলবদ্ধ হয়ে তার বাড়িতে হামলা চালায়। এমনকি তারা ধারাল অস্ত্র দিয়ে আমার দুই কান কেটে দেয় এবং গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও দুই কানের দুল ছিনিয়ে নিয়ে চলে যায়।

কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল-গীয়াস বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তবে এখনো মামলা রেকর্ড হয়নি। ঘটনাটি আমরা অনুসন্ধান করছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads