• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
সাপাহারে বৈদ্যুতিক ফার্মের আগুনে ৭ হাজার মুরগির ছানা পুড়ে ছাই

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সাপাহারে বৈদ্যুতিক ফার্মের আগুনে ৭ হাজার মুরগির ছানা পুড়ে ছাই

  • সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ জানুয়ারি ২০২০

নওগাঁর সাপাহারে উপজেলার নিশ্চিন্তপুর মোড়ে থ্রি স্টার পোল্টি ফার্মে বৈদ্যুতিক আগুনে ৭ হাজার মুরগির ছানা সহ খামারি প্রায় ১৫ লক্ষ টাকার সম্পদ পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।

আজ রবিবার দুপুরে নিশ্চিন্তপুর মোড়ে থ্রি স্টার ফার্মে বৈদ্যুতিক সর্ট সার্কিটে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

এলাকাবাসী রতন জানান, অগ্নিকাণ্ডে ৭হাজার মুরগীর বাচ্চা পুড়ে যায়। আমরা গন্ধ যুক্ত ধোঁয়া দেখতে পেয়ে ফার্ম মালিককে জানালে তাৎক্ষনিক ভাবে তিনি পত্নীতলা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে ফার্ম মালিক জাহাঙ্গীর আলম জানান, তার পোল্ট্রি ফার্মে বিদ্যুতের সর্টসার্কিটে বিদ্যুতায়িত হয়ে এ অগ্নিকান্ড ঘটে। এ অগ্নিকাণ্ডে ফার্মের অবকাঠামো ও মুরগীর বাচ্চা পুড়ে যাওয়ায় প্রায় ১৫ লক্ষ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads