• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
শেরপুরে দুই প্রবীণ চিকিৎসককে আজীবন সম্মাননা প্রদান

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

শেরপুরে দুই প্রবীণ চিকিৎসককে আজীবন সম্মাননা প্রদান

  • শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ জানুয়ারি ২০২০

বগুড়ার শেরপুরে ডক্টরস্ সোসাইটির (এসডিএস) উদ্দ্যেগে গতকাল সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনাড়ম্বর পরিবেশে চিকিৎসা সেবায় অসামান্য অবদান, চিকিৎসা সেবায় সমাজের অগ্রদূত হওয়ায় প্রবীণ চিকিৎসক ডা. মুহাম্মদ রহমতুল বারী ও ডা. বিপ্লব কুমার বর্মনকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে ।

শেরপুর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং শিশু চিকিৎসক জোবায়েদ সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. আমিরুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন, ডা. রামপদ সূত্রধর, ডা. এএইচএম শাহ আলী, ডা.আখতারুল আলম আজাদ, ডা. আমিরুল হোসেন চৌধুরী, চক্ষু চিকিৎসক ইব্রাহিম খলিলুল্ল্যাহ।

এসময় ডা. মিজানুর রহমান, ডা. লুৎফুন্নেছা, ডা. আব্দুল মোমিন, ডা. সামিউল ইসলাম, ডা. মোর্শেদা খাতুন, ডা. শামীমা খাতুন, ডা. জাহিদুল ইসলাম শিপলু, ডা. তন্ময় সান্যাল, ডা. সাজিদ হাসান লিংকন, ডা. ধীমান সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রবীন ওই চিকিৎসকদ্বয়কে আজীবন সম্মাননার ক্রেস্ট প্রদান করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads