• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কালিয়াকৈরে লুট হওয়া কোটি টাকার ওষুধ তৈরির কাঁচামাল উদ্ধার

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

কালিয়াকৈরে লুট হওয়া কোটি টাকার ওষুধ তৈরির কাঁচামাল উদ্ধার

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ জানুয়ারি ২০২০

লুট হওয়া প্রায় দেড় কোটি টাকার ওষুধ তৈরির কাঁচামালসহ ছয়জনকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। আজ মঙ্গলবার কালিয়াকৈর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ এ কথা জানায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়,ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার খাড়াজোরা নামক এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ৮ ডাকাত স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ওষুধ তৈরির ২৬৯ ড্রাম কাচামাল বহনকৃত কভার্ড ভ্যানের চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে কভার্ডভ্যানসহ মালামাল লুটে নেয়। এ ঘটনায় গত ১৬ জানুয়ারি কালিয়াকৈর থানায় মামলা করা হয়।

পরে পুলিশ অভিযান চালিয়ে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার রোকন্দি পশ্চিমপাড়া গ্রামের আব্দুস সালাম (৫৩) ও শুভকে(২২) আটক করে। তাদের দেয়া তথ্যে হাসান আলম (৩৫),শিপন (৩০), ওহিদ (৫০) ও বিল্লাল হাওলাদারকে (৪০) আটক করে পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী কেরানীগঞ্জ মডেল থানাধীন আতাসুর এলাকার আব্দুর রহিমের গোডাউন হতে ১৬ ড্রাম,গাজীপুরের গাছা থানাধীন উত্তর খাইলকুর এলাকা থেকে ১৯৩ ড্রাম কাচামাল উদ্ধার করা হয়। এসব ড্রামে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ওষুধ তৈরির কাঁচামাল ছিল।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (অপঃ) জহিরুল ইসলাম, কালিয়াকৈর থানা অফিসার ইনচার্জ আলমগূর হোসেন মজুমদার, ওসি তদন্ত সানোয়ার জাহান, ওসি অপারেশন মনিরুজ্জামান ও স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কর্মকর্তা ফরিদ আহমেদ প্রমুখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads