• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
কলমাকান্দায় জব্দকৃত ভারতীয় গরু নিলামে বিক্রি:  সরকার পেল ২৮ লাখ টাকা

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

কলমাকান্দায় জব্দকৃত ভারতীয় গরু নিলামে বিক্রি:  সরকার পেল ২৮ লাখ টাকা

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জানুয়ারি ২০২০

নেত্রকোণার কলমাকান্দায়  জব্দকৃত ৬০টি ভারতীয় গরু প্রকাশ্যে নিলামে প্রায় ২৮ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার রাতে জেলার আদালতের আদেশে কলমাকান্দা থানার মুক্ত মঞ্চে গরুগুলোকে  প্রকাশ্যে নিলামে ডাকা হয়।  গরুগুলোকে ১০টি লটে ভাগ করে  প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়। এ নিলাম ডাকে ৫১ জন অংশগ্রহণ করেন। এ নিলাম ডাকের প্রক্রিয়া সন্ধ্যা ৬টায় শুরু হয়ে রাত ১০টায় সম্পন্ন হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জানিয়েছেন ৫১  জনের মধ্যে  সর্বোচ্চ দরদাতা ১০ জনের কাছ থেকে ২৭  লাখ ৯৪ হাজার ৫০০ টাকায় ওই জব্দকৃত ৬০টি ভারতীয় গরু  বিক্রি করা হয়েছে। নিয়মমাফিক ভাবে অর্থ সরকারি কোষাগারে  জমা দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল ম্রং ও দুর্গাপুর সার্কেল, সহকারী পুলিশ সুপার, মাহমুদা শারমিন নেলী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মো. সোহেল রানা প্রমুখ।

উল্লেখ্য গত রোববার দুর্গাপুর সার্কেল, সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী কলমাকান্দা থানার আয়োজনে ওপেন হাউজ ডে যোগদানের উদ্দেশ্যে দুর্গাপুর কার্যালয় থেকে রওনা দেন তিনি। পথিমধ্যে গোপন সংবাদে জানতে পারেন যে ভরতপুর ও বারমারি সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ভারতীয় গরুগুলো  কলমাকান্দার লেংঙ্গুরা ইউনিয়নের  রাজনগর বিলে বিক্রির জন্য ওই  স্থানে  বেঁধে  রেখেছে। তাৎক্ষণিক ওখানে ছুটে যান তিনি। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে ভারতীয় গরুগুলোকে রেখে চোরাকারবারীরা দ্রুত পালিয়ে যায়। পরে বিল থেকে পরিত্যক্ত অবস্থায় ছোট-বড় ৬০টি ভারতীয় গরু জব্দ  করে কলমাকান্দা থানা পুলিশের হেফাজতে রাখা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads