• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত

  • তাড়াশ, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ ফেব্রুয়ারি ২০২০

"ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত কাল"। শুধু কি তাই! আজ ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস। আর মাত্র ৬ দিন পর আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। শহীদ দিবস, বসন্ত আর ভালোবাসা এই বিশেষ দিবস গুলোতে ফুলের কদর বেশী হওয়ায় ফুল চাষী আর ব্যবসায়ীদের মুখে ফুটেছে হাসির ঝিলিক।

নার্সারীর গ্রাম নামে খ্যাত ভাদাশ খামারবাড়ী সহ তাড়শ উপজেলার কয়েকটি গ্রাম, বারুহাস, নওগা, রানিরহাট, মাধাইনগর, সহ ৬-৭ টি গ্রামের ফুল চাষীদের বিশেষ কয়েক দিনে ১ লক্ষাধীক টাকার ফুল বিক্রির টার্গেট নিয়েছেন। তাড়াশ বাজার কলেজ গেট ফুল ব্যবসায়ী রিফাত, লক্ষাধীক টাকার ফুল বিক্রির সম্ভাবনা করেছেন আগামী কয়েক দিনে।

রিফাত হোসেন আরও জানায়, আজ বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনে লাল গোলাপ, রজনী গন্ধা স্টিকার বেশী বিক্রি হচ্ছে। এ ছাড়া অন্যান্য ফুলের কদরও রয়েছে। স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা তাদের ভালোবাসার মানুষদের হাতে আজকের দিনে ফুল তুলে দিতে ভীড় করছেন ফুলের স্থায়ী দোকান সহ রাস্তার মোড়ে মোড়ে ফুলের ফেরীওয়ালাদের কাছে। ছোট্ট শিশুরাও শখ করে ফুল কিনে তুলে দিচ্ছেন মা-বাবা সহ প্রিয়জনদের হাতে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads