• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • বশেমুরবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ ফেব্রুয়ারি ২০২০

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান মারুফের উপর স্থানীয় দোকানের মালিকের হামলা এবং মারধরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়টির সাধারন শিক্ষার্থীরা ৷

আজ রোববার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধনটি করে সাধারন শিক্ষার্থীরা ৷

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভি জানান, কিছু দিন পর পরই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামান্য বিষয়ে মারধর করা হয়। এসবের কোন বিচার হয় না।

এসময় তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন।

এ ব্যাপারে হামলার শিকার মেহেদী হাসান মারুফ এবং প্রত্যাক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, শনিবার রাত ৯টায় মারুফের মোবাইলে ১০৯ টাকা রিচার্জ দেয় পাথালিয়া গ্রামের দোকানদার লিটন। তাকে ১ হাজার টাকা নোট দেয়া হলে খুচরা দিতে অপারগতা প্রকাশ করে। এরপর মারুফ ১১০ টাকা দেয়। কিন্তু প্রথমেই কেনো খুচরা টাকা দেয়া হয়নি এ নিয়ে মারুফকে রাগারাগি, অশ্লীল, গালিগালাজ করে লিটন। একপর্যায়ে দুজনের কথা কাটাকাটি হয়। লিটন চোর অপবাদ দিয়ে আরো দোকানদার নিয়ে মারুফকে মারধর করে। বিষয়টি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা টের পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে লিটন ও তার লোকজন পালিয়ে যায়।

এ বিষয়ে প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, আমাদের শিক্ষার্থীর উপর এ হামলার তীব্র নিন্দা জানাই। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

এছাড়াও আহত শিক্ষার্থীর পক্ষ থেকে লিখিতভাবে অভিযোগপত্র পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন হামলাকারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads