• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
সেন্টমার্টিন থেকে আরও এক মৃতদেহ উদ্ধার

সংগৃহীত ছবি

সারা দেশ

মালেয়শিয়াগামী ট্রলার ডুবি

সেন্টমার্টিন থেকে আরও এক মৃতদেহ উদ্ধার

  • টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ ফেব্রুয়ারি ২০২০

মালেয়শিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় সেন্টমার্টিন সাগর থেকে ভাসমান অবস্থায় আরও এক পুরুষের মৃতদেহ উদ্ধার করেছেন কোস্ট গার্ড। 

গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে সেন্টমার্টিনের দক্ষিণের এলাকা থেকে ভাসমান অবস্থায় মধ্য বয়সী এক পরুষের মতদেহ উদ্ধার করা হয়। উদ্ধার মৃতদেহটি রোহিঙ্গা বলে ধারনা করা হচ্ছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমাটিন কোস্টগার্ডের ষ্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নাঈম।

তিনি জানান, ‘সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশনের একটি টিম  টহলরত অবস্থায় সেন্টমাটিন সাগর থেকে মধ্য বয়সী এক পরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে সকালে ছেড়াদ্বীপ এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। তবে শুক্রবার সন্ধায় একই এলাকা থেকে আরেক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। 

প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি ভোরে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন যাত্রীবাহি একটি ট্রলার সেন্টমার্টিনের দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে পানিতে ডুবে যায়। এ ঘটনায় ১৫ জনের মৃতদেহসহ ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। তখন থেকে নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড উদ্ধার অভিযান অব্যাহত রাখে। এছাড়া নৌ-বাহিনীও এ অভিযানে অংশ নিয়েছেন।’ তবে এ ঘটনায় এ পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। 

এ ঘটনায় ১৯ জন দালালকে অভিযুক্ত করে থানায় একটি মামলা করেন কোষ্টগার্ড। এই মামলায় এ পর্যন্ত ৯ জনকে আটক করা হয়েছে। অন্যান্য আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads