• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ভারতীয় দুবৃর্ত্তের হামলায় বাংলাদেশি চালক আহত, সাত ঘন্টা আমদানি রপ্তানি বন্ধ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

বুড়িমারী স্থলবন্দর

ভারতীয় দুবৃর্ত্তের হামলায় বাংলাদেশি চালক আহত, সাত ঘন্টা আমদানি রপ্তানি বন্ধ

  • পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি ২০২০

লালমনিরহাট জেলার বুড়িমারী স্থলবন্দরের ওপারে ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দরে দুর্বৃত্তদের হামলায় এক বাংলাদেশি ট্রাক চালক আহত হয়েছে। এ ঘটনায় আজ সোমবার বুড়িমারী স্থলবন্দরে প্রায় সাত ঘন্টা আমদানি- রপ্তানি বন্ধ ছিল। তবে ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল। গত রোববার রাত বারোটার দিকে ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার বিকেলে বুড়িমারী স্থলবন্দর থেকে রপ্তানি যোগ্য পণ্যবাহী ট্রাক নিয়ে বাংলাদেশি ট্রাক চালক আরিফ হোসেন (৩০) ভারতের ওপারে চ্যাংরাবান্ধা স্থলবন্দরে যায়। সন্ধ্যা হওয়ায় ভারতীয় সিঅ্যান্ড এফ এ্যাজেন্ট রাত্রিযাপন করতে বলায় চালক আরিফ রাতে ট্রাকসহ চ্যাংরাবান্ধা স্থলবন্দরে অবস্থান করেন। রাত বারোটার দিকে ওই চালক প্রাকৃতিক ডাকে বাহির হলে দুইজন ছিনতাইকারীর (দুর্বৃত্ত) কবলে পড়েন। এ সময় তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও ১ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেন ও বেধড়ক মারপিট করে আহতাবস্থায় ফেলে যান। পরে স্থানীয় লোকজন ও ভারতীয় ট্রাক চালক আরিফকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। ভারতীয় দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি চালক আহতের ঘটনা জানাজানি হলে সোমবার বুড়িমারী স্থলবন্দরে পণ্য আমদানি- রপ্তানি বন্ধ রাখেন বাংলাদেশি ট্রাক চালকরা।

এ ঘটনায় সোমবার দুপুর দুইটায় বুড়িমারী স্থলবন্দর জিরো পয়েন্টে উভয় দেশের প্রশাসনিক কর্মকর্তা ও আমদানি-রপ্তানি কারক এবং ট্রাক চালক সমিতির মধ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের পক্ষে লালমনিরহাট বি সার্কেলের সহকারি পুলিশ সুপার তাপস সরকার, আমদানি- রপ্তানি কারক সমিতির সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, থানার ওসি সুমন কুমার মহন্ত, বুড়িমারী স্থবন্দরের পুলিশ ইমিগ্রেমন ইনচার্জ এসআই মাহমুদ খন্দকার, বুড়িমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাতসহ সিঅ্যান্ড এফ এ্যাজেন্ট ও ট্রাক চালক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং ভারতের পক্ষে চ্যাংরাবান্ধা স্থলবন্দরের কাস্টমস্ সুপার, মেকলিগঞ্জ থানার ওসি, চ্যাংরাবান্ধা স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশনের (ওসি) আনন্দ নাটারিনারী, চ্যাংরাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি কারক সমিতির সভাপতি ভাটি, ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সামাদ, সম্পাদক মজিদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। উভয় দেশের প্রতিনিধিদের আলোচনা শেষে আবারও বিকেল তিনটায় স্থলবন্দরের পণ্য পরিবহণ ও আমদানি- রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, ‘আলোচনায় মেকলিগঞ্জ থানা পুলিশ মোটরসাইকেলসহ এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। ছিনতাইয়ের ঘটনায় পুলিশ মামলা দায়ের করবে বলে জানিয়েছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads