• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
হাতীবান্ধায় ভিক্ষুক পুনর্বাসনে গরু, নগদ টাকা ও চাল প্রদান

লালমনিরহাটের হাতীবান্ধায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য ১৫ জন ভিক্ষুককে অনুদান হিসেবে গরু প্রদান করা হয়

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

হাতীবান্ধায় ভিক্ষুক পুনর্বাসনে গরু, নগদ টাকা ও চাল প্রদান

  • হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ ফেব্রুয়ারি ২০২০

লালমনিরহাটের হাতীবান্ধায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য ১৫জন ভিক্ষুককে অনুদান হিসেবে গরু, নগদ সাড়ে ৪ হাজার টাকা ও তিন মাসের জন্য খাবার চাল প্রদান করা হয়।

জেলা প্রশাসনের আর্থিক সহায়তায় আজ বৃহস্পতিবার দুপুরে সিন্দুর্না ইউনিয়ন পরিষদ মাঠে এ অনুদান বিতরণ করা হয়।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ মোতাহার হোসেন।

এ সময় আরো বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা প্রসাশক (ডিসি) আবু জাফর, সমাজসেবা উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামিমা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সিন্দুর্না ইউপি চেয়ারম্যান নুরল আমিন প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads