• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
কাঠালিয়া বন্দরে এক রাতে চার বাড়িতে দূর্ধর্ষ চুরি

ঝালকাঠি ম্যাপ

সারা দেশ

কাঠালিয়া বন্দরে এক রাতে চার বাড়িতে দূর্ধর্ষ চুরি

  • কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ ফেব্রুয়ারি ২০২০

ঝালকাঠির কাঠালিয়া বন্দরে বুধবার একই রাতে চার বাড়িতে অভিনব দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এসব বাড়ি থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইলসহ ৭লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নেয় এ চোর চক্রটি।

উপজেলা সদরের কাঠালিয়া মডেল হাই স্কুল সংলগ্ন বন্দরের ব্যবসায়ী মো. মিজানুর রহমান সোহাগ (মাস্টার), একই বাড়ির সেন্টু খান, পার্শ্ববর্তী সেকান্দার মেম্বার বাড়ির ভাড়াটিয়া স্কুল শিক্ষক আব্দুল ছালাম এবং কাঠালিয়া পাইলট গালর্স স্কুল ও কলেজ সংলগ্ন ব্যবসায়ী মুনসুর হাওলাদারের ঘরে এ চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ এসব পরিবারের দাবি, সংঘবদ্ধ ও পেশাধার এ চোর চক্রটি প্রতিটি ঘরের সামনের দরজা সুকৌশলে খুলে ভিতরে প্রবেশ করে ঘুমন্ত লোকজনকে অচেতন করে এ চুরির ঘটনা ঘটায় এবং টাকা ও মালামার নিয়ে যায়।

কাঠালিয়া থানার ডিউটি অফিসার এএসআই মো. তারেক জানান, ঘটনাস্থান পরিদর্শন করা হয়েছে। এব্যাপারে কাউকে আটক করা হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads