• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
সাঁথিয়ায় ৫ দিন ব্যাপী বই মেলা শুরু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সাঁথিয়ায় ৫ দিন ব্যাপী বই মেলা শুরু

  • সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ ফেব্রুয়ারি ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সামনে রেখে পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর কলেজ মাঠে শুরু হলো পাঁচদিনব্যাপী বইমেলা । 

আজ বৃহস্পতিবার (২০জুনুয়ারি) বিকেলে যুবলীগের এই ব্যতিক্রম উদ্যোগকে স্বাগত জানিয়ে স্টল উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপির পুত্র আসিফ শামস রঞ্জন।

এ মেলায় ডোপ টেষ্টে নির্বাচিত হওয়া বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাঁথিয়া উপজেলা শাখার সভাপতি আমরাফুজ্জামান টুটুল ও মিজানুর রহমান উকিলের সঞ্চালনায় যুবলীগের স্টল নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা আ.লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উদ্বোধন শেষে মেলায় অংশগ্রহণরত সকল স্টল পরিদর্শন করেন নেতৃবৃন্দ ও অতিথিরা। প্রতিদিন বইমেলা এবং পুস্তক প্রদর্শনী চলবে সকাল ১১টা হতে রাত ১০টা পর্যন্ত। এবারের মেলায় ৩০টি বই এর স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সন্ধ্যায় থাকবে আলোচনা সভা, নাটক,কাবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads