• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ধনবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ধনবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ধনবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  • ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ ফেব্রুয়ারি ২০২০

টাঙ্গাইলের ধনবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

‘‘সঞ্জীবন’’ সামাজিক সংগঠন টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার ২১ ফেব্রুয়ারি বিকালে ধনবাড়ী সরকারী নওয়াব ইনস্টিটিউশন মাঠে উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্ডেনের শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সঞ্জীবন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি রবিন আহমেদের সভাপতিত্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার ওসি (তদন্ত) মো. আশরাফুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন ধনবাড়ী শাখার সাধারণ সম্পাদক জীবন মাহমুদ শক্তি, সঞ্জীবনের উপদেষ্টা রাজিব ভদ্র আপু, মিমার সভাপতি নাসরিন সুলতানা, সমাজ সেবক জহুরুল ইসলাম মিলন, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সুধীজন।

প্রতিযোগিতায় অংগ্রহণকারী শিক্ষার্থীদের দুই গ্রুপে ভাগ করে ‘ক’ গ্রুপে শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী এবং ‘খ’ গ্রুপে চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী এবং অংশগ্রহণকারী সকলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads