• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
শ্রীপুরে ঐতিহ্যবাহী কাছিটান খেলা অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

শ্রীপুরে ঐতিহ্যবাহী কাছিটান খেলা অনুষ্ঠিত

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ ফেব্রুয়ারি ২০২০

খেলার মাঠের চারপাশে বাঁশ দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। এরই মধ্যে হাজার দর্শক হাজির মাঠের পাড়ে। দুপুরের পর সময় গড়াতেই কানায় কানায় খেলার মাঠ উঠে ভরে দর্শকে। নারী ও শিশু দর্শনার্থীও ছিল উপচে পড়া। কিছুক্ষনের মধ্যে এক রঙা জার্সি পড়ে দুই খেলোয়ার মাঠে প্রবেশ করে।

শুরু হয় কড়তালি হৈহুল্লুর আর উত্তেজনা। সারি করা বিশেষ ভাবে তৈরি গর্তে খেলোয়াড়রা বসে পড়ে মাঠের দুই দিকে। দুই দলের খেলোয়াড়ের মধ্যেই একটি কাছি (পাটের তৈরি মোটা রশি) রাখা আছে। বাঁশি ফু দিইে চলে কাছিটানের প্রতিযোগিতা। কাছির মধ্যবর্তী স্থানে লাল চিহ্ন অতিক্রমের টানাটানি। উত্তেজনায় ফেটে পড়ে দর্শকরা।

এমনি উত্তেজনা নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার পৌর শহরের ৪ নম্বর ওর্য়াডের ছাপিলা পাড়া গ্রামে আয়োজন করা হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাছিটান খেলা। ছৌক্কার খালের পুর্ব পাশে জামালের বাপের ভিটায় এ আয়োজন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছাপিলা পাড়া নাট্যগোষ্টি কাছিটানের এ ফাইনাল খেলার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান মন্ডল।

আয়োজক কমিটি জানান, লীগ পদ্ধতিতে খেলা শেষে চারটি দল সেমিফাইলাল খেলার যোগ্যতা অর্জন করে। চারটি দল হলো টাইগার একাদশ, ডাইনোসর একাদশ, লাইন একাদশ ও চিতা একাদশ। চার দলে চারজন টিম ম্যানেজার দায়িত্ব পালন করেন। প্রথম দল হিসাবে টাইগার একাদশ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। পরে চিতা একাদশ বিজয়ী হয়।

বিজয়ী দলের ম্যানেজার মো. আলম মিয়া বলেন, কাছিটান গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্যকে লালন করে। আমরা সে ঐতিহ্যকে ধারন করে প্রতিবছরই আয়োজন করে থাকি। এ সব গ্রাম্য খেলাধুলা মানুষকে অকৃত্তিম আনন্দ দেয়। যত বেশি গ্রামীণ খেলাগুলো ধরে রাখতে পারব, তত বেশি আমরা মনের ঐতিহ্যগত আনন্দকে বাঁচিয়ে রাখতে পারব।

শ্রীপুর প্রেসক্লাকের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বলেন, আগত দর্শনার্থীদের উৎসাহ উদ্দীপনাই বলে দেয় এখনো প্রাচীন গ্রামীন খেলাধুলা মানুষকে অনেক বেশি নিটোল আনন্দ দেয়। তিনি বলেন আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে প্রাচীন খেলাধুলাকে আজকের শিশুদের মাঝে ছড়িয়ে দিতে হবে। যুব সমাজকে মাদক থেকে ফেরাতে খেলাধুলার কোনো বিকল্প নাই।

শ্রীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান মন্ডল বলেন, প্রাচীন খেলাধুলাকে নতুনদের মাঝে ছড়িয়ে দিতে হবে। মাঝে মধ্যেই এমন ঐতিহ্যবাহী খেলার আয়োজনের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads