• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কালিয়াকৈরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের কর্মবিরতি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালিয়াকৈরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের কর্মবিরতি

  • প্রকাশিত ২৩ ফেব্রুয়ারি ২০২০

গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানায় শ্রমিকদের বেতনের দাবিতে কর্মবিরতি পালন করেছে। আজ রোববার সকাল থেকে উপজেলার চান্দরা নায়েগ্ররা টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকরা এ কর্মবিরতি পালন করে।

কারখানা ও শ্রমিক সূত্র জানায়, স্টাফদের ৩ মাসের বেতন মজুরি ও সাধারন শ্রমিকদের হাজিরা বোনাস না দেওয়ায় শ্রমিকরা সকাল থেকে কর্মবিরতি পালন করেছে। কর্মবিরতির এক পর্যায় শ্রমিকদের ও কারখানার কর্মকর্তাদের সঙ্গে বাক বিতণ্ডা সৃষ্টি হয়।

এ ঘটনায় নায়েগ্ররা টেক্সটাইল লিমিটেরে জেনারেল ম্যানাজার(জিএম) মিলন জানান, বড় ধরনের কোনো আহত হওয়ার ঘটনা ঘটেনি, তবে সিকিউরিটি অফিসার আহত হয়েছে।

শ্রকিদের কর্মবিরতি সর্ম্পকে জানতে চাইলে তিনি জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। কারখানার সামনে শিল্প পুলিশ মোতায়েন রয়েছে ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads