• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
কলমাকান্দায় সেই গলাকাটা মরদেহ উদ্ধার ঘটনায় গ্রেপ্তার ২

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কলমাকান্দায় সেই গলাকাটা মরদেহ উদ্ধার ঘটনায় গ্রেপ্তার ২

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ ফেব্রুয়ারি ২০২০

নেত্রকোণার কলমাকান্দায় কাপড় ব্যবসায়ী মো. মিলন মিয়াকে গলাকেটে হত্যা মামলায় জড়িত সন্দেহে বন্ধু মো.শাহজাহান (২৩) ও তার সহযোগী চা বিক্রেতা আবুল বাশার (১৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. শাহজাহান একই এলাকার সবজি ব্যবসায়ী মো. মুজিবুর রহমানের একমাত্র ছেলে। তিনি মোবাইলে রিচার্জ ব্যবসা করতেন। আবুল বাশার ওরফে বাদশাহ একই ইউনিয়নের হরিণাকুড়ি গ্রামের মুনছুর আলির ছেলে। তিনি মুদির ব্যবসা ও চা বিক্রী করতেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, মিলন মিয়া হত্যাকাণ্ডের সন্দেহভাজন প্রধান আসামি ঘনিষ্ঠ বন্ধু মো. শাহজাহান ও সহযোগী আসামি আবুল বাশার কে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার রংছাতি ইউনিয়নের কালাইকান্দি স্কুল মোড়ের ডোবা থেকে মিলনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ওই দিন বিকালে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে  ধারণা করা হচ্ছে গতকাল শনিবার ভোরে কাপড় ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট মো. মিলন মিয়াকে তার নিজ প্রতিষ্ঠানে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে উপজেলার রংছাতি ইউনিয়নের কালাইকান্দি স্কুল মোড়ের ডোবায় মরদেহ ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। নিহত মিলন ওই এলাকার মো. কালা চাঁন মিয়ার ছোট ছেলে তিনি।

আরো জানা গেছে, মিলন ও শাহজাহান তাদের ব্যবসা প্রতিষ্ঠানেই রাত্রি যাপন করতেন। এমনকি প্রায় সময মিলনের ব্যবসা প্রতিষ্ঠানেই রাত্রি যাপন করতো শাহজাহান। তাদের দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। 

ওই ঘটনায় ওই দিন বিকালে কলমাকান্দা থানায় নিহত মিলনের বড় ভাই মো. শহীদুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। গতকাল শনিবার রাত প্রায় ১১ টার  নিহত মিলনের মরদেহ ময়নাতদন্ত শেষে উপজেলার কালাইকান্দি নিজ গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার কলমাকান্দা সদরের রেন্টিতলা সিএনজি স্ট্যান্ড এলাকায় থেকে মিলনকে গলাকেটে হত্যা মামলায় সন্দেহভাজন প্রধান আসামি ঘনিষ্ঠ বন্ধু শাহজাহান ও অপরদিকে ভোরে সহযোগী আসামি আবুল বাশার কে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। কী কারণে, কারা মিলনকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads