• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
প্রধান শিক্ষককের বিরুদ্ধে বেদীতে শ্রদ্ধা নিবেদন ও প্রভাত ফেরিতে অংশ না নেওয়ার অভিযোগ

সংগৃহীত ছবি

সারা দেশ

প্রধান শিক্ষককের বিরুদ্ধে বেদীতে শ্রদ্ধা নিবেদন ও প্রভাত ফেরিতে অংশ না নেওয়ার অভিযোগ

  • গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ ফেব্রুয়ারি ২০২০

বরিশালের গৌরনদী উপজেলার বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাসের বিরুদ্ধে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুস্পমাল্য অর্পণ ও প্রভাত ফেরিতে অংশগ্রহণ না করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে এলাকাবাসী ও অভিভাবকরা রোববার উপজেলা নির্বাহী অফিসার, জেলা ও উপজেলা মাধ্যমিক অফিসার, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়রসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে প্রকাশ, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, এলাকাবাসী একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের বেদীতে। অথচ বিদ্যালয়ের দ্বিতীয় তলায় আবাসস্থল থেকে প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাস বেদীতে পুস্পমাল্য অর্পণ বা সকালে প্রভাত ফেরিতে অংশ গ্রহণ করেননি। এ নিয়ে এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জিয়াউর রহমান, রাকিব ইসলামসহ একাধিক অভিভাবক অভিযোগ করেন বলেন, আমারা একুশের প্রথম প্রহরে প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাসকে একাধিক বার তার বাসস্থান থেকে আসার জন্য ডেকে পাঠানো হয়েছিল। সে আসেন নি। আমরা তার শাস্তির দাবিসহ ও তার অপসারন চাই।

অভিযোগের ব্যাপারে অভিযুক্ত বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাসের বক্তব্য নেয়ার জন্য তার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

এ ব্যাপারে বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত মুঠো ফোনে বলেন, বিষয়টি মৌখিক ভাবে শুনেছি। ম্যানেজিং কমিটি সভা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ প্রসঙ্গে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একটি জাতীয় প্রোগাম। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাসের অবশ্যই অংশগ্রহণ করা উচিত। অভিযোগের পরিপ্রক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads