• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
পিকনিকে এসে লাশ হলো মাদরাসা ছাত্র ফাহিম

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

পিকনিকে এসে লাশ হলো মাদরাসা ছাত্র ফাহিম

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ ফেব্রুয়ারি ২০২০

নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় হাবিবুল্লাহ সিদ্দিক ফাহিম (৫) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে ।আজ সোমবার দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের রানীখং মিশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম ময়মনসিংহের হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ময়মনসিংহের নাসিরাবাদ দাখিল মাদরাসা প্রথম শ্রেণীর ছাত্র ফাহিম পরিবারের সঙ্গে পিকনিকে করতে দুর্গাপুর বেড়াতে আসেন। বাবা ও মায়ের সাথে বিভিন্ন জায়গা ঘুরাঘুরির একপর্যায়ে রানীখং মিশনের সামনে এসে হঠ্যাৎ বাবার হাত ছেড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক সুমন চন্দ্র দাস জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । তবে ঘাতক ব্যাটারিচালিত অটোরিকশা আটক করা হলেও চালক পলাতক রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads